Sukanta, Mamata, Medical College, দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজে করার দাবি, মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি দিলেন সুকান্ত

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ জানুয়ারি: দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি দিলেন সুকান্ত মজুমদার। বুধবার মুখ্যমন্ত্রীকে লেখা সুকান্ত মজুমদারের এই চিঠি প্রকাশ্যে আসে।

জেলা প্রশাসন সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসের শেষে দক্ষিণ দিনাজপুর জেলা সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে প্রশাসনিক বৈঠক ছাড়াও খতিয়ে দেখা হবে এই লোকসভা কেন্দ্রে উন্নয়নের বিভিন্ন দিক। মুখ্যমন্ত্রীর এই সফরের আগে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার জানিয়েছেন, জেলার মানুষের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে একটি মেডিক্যাল কলেজ স্থাপন করার দাবি বহুবার তিনি লিখিত আকারে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এবার তার জেলায় আসার আগাম খবর পেয়েই মেডিক্যাল কলেজ গড়ার জন্য আরো একবার জোড়ালো দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সুকান্ত মজুমদার চিঠিতে উল্লেখ করেছেন, বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন আগামী ৩০ শে জানুয়ারি জেলায় আসছেন মুখ্যমন্ত্রী। বালুরঘাট লোকসভার সাংসদ হিসেবে চিঠিতে তিনি তাঁকে স্বাগত বার্তাও জানিয়েছেন। একই সাথে তিনি উল্লেখ করেছেন, কৃষি প্রধান এই দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। তাদের পক্ষে বাইরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয় না। তাই অর্থাভাব ও চিকিৎসার অভাবে মারা যান এই জেলার বহু মানুষ। প্রতিবেশী জেলা মালদা, উত্তর দিনাজপুর ও দার্জিলিংয়ে সরকারি মেডিক্যাল কলেজ থাকলেও এ জেলা বঞ্চিত হয়ে রয়েছে। ডায়াবেটিস, কিডনি ও স্নায়ু রোগের কোনো চিকিৎসা নেই বললেই চলে। তাই জেলার মানুষের স্বার্থে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের বিশেষ আবেদন জানাচ্ছেন একজন সাংসদ হিসাবে। শুধু তাই নয়, জেলাবাসীর স্বার্থে সবরকম সহযোগিতার আশ্বাসও চিঠিতে উল্লেখ করেছেন সাংসদ।

মুখ্যমন্ত্রীকে লেখা সুকান্ত মজুমদারের চিঠি এদিন প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুরে। এই নিয়ে সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছে তৃণমূল। জেলা তৃণমূল সভাপতির দাবি, জেলায় মেডিকেল কলেজ গড়া নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি সুকান্ত যে আস্থা রেখেছেন তা অত্যন্ত ভালো কথা। এলাকার উন্নয়নের জন্য যা ইতিবাচক দিক। তবে উনার কাছেও আমরা আশা রাখবো বুনিয়াদপুরের ওয়াগন ফ্যাক্টরিটি খুব তাড়াতাড়ি তৈরি করবার জন্য তৎপর হবেন তিনি। যে কাজে তারাও সহযোগীতা করবেন।

এদিকে লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ যেন ক্রমশই বাড়তে শুরু করেছে। বিজেপির রাজ্য সভাপতির লোকসভা কেন্দ্রটি যে কোনভাবেই হালকা ভাবে ছেড়ে দিচ্ছে না তৃণমূল, ভোটের প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রীর জেলা সফরই যেন তা স্পষ্ট করছে। শুধু তাই নয়, শিয়ালদা-বালুরঘাট সরাসরি ট্রেন চালু করে এই কেন্দ্রের ভোট ব্যাঙ্ককে বিজেপি যেভাবে শক্ত করেছে। তাই ৩০ জানুয়ারি মুখ্যমন্ত্রী এই জেলায় কী ঘোষণা করেন তার আশায় তৃণমূল নেতৃত্ব।

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, ৩০ জানুয়ারিকে লক্ষ্য রেখেই মুখ্যমন্ত্রীর জেলা সফরের প্রস্তুতি শুরু হয়েছে। তবে দিনটি এখনও চুড়ান্ত হয়নি। দলীয় কোনো কার্যক্রম নয়, প্রশাসনিক বৈঠক করতেই জেলায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, জেলার মানুষের চিকিৎসার স্বার্থে মেডিক্যাল কলেজের প্রয়োজন। এই দাবি জানিয়ে এর আগেও একাধিকবার চিঠি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর আসবার খবর পেয়ে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে আবারও চিঠি দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *