রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, ভোটে হিংসা, কারচুপি সহ একাধিক বিষয়ে নিয়ে শাহী বৈঠকে সুকান্ত

আমাদের ভারত, ১৪ জুলাই:
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আজ বৈঠক করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি একটি রিপোর্ট জমা দিয়েছেন বলে জানা গেছে। শাহী বৈঠকের কথা নিজেই টুইট করে জানিয়েছেন সুকান্ত।

শুক্রবার নয়া দিল্লিতে রাজের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মীরা ঘরছাড়া। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিরোধীরা সরব। বঙ্গ বিজেপির তরফে এক হাজারেরও বেশি সেফ হাউস তৈরি করতে হয়েছে বলে খবর। কারণ ভোটের দিন ঘোষণার পর থেকেই বিজেপি প্রার্থীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে কিংবা তারা বাড়িতে থাকতে পারছেন না আক্রান্ত হওয়ার ভয়ে। তাদের সেই সেফ হাউসে রাখার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে যে সমস্ত হিংসার ঘটনা ঘটেছে, নির্বাচনের কারণে যে সমস্ত মানুষজন মারা গিয়েছেন, তার উপর একটি ভায়োলেন্সের রিপোর্ট তৈরি করেছে বঙ্গ বিজেপি। সেটা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

ইতিমধ্যেই রবিশংকর প্রসাদের নেতৃত্বে দু’দিনের সফরে কেন্দ্রীয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমও এসেছিল রাজ্যে তারাও রিপোর্ট জমা দেবে। পঞ্চায়েতের নির্বাচন কমিশনের ভূমিকা, নির্দিষ্ট করে কিছু পুলিশ আধিকারিক এবং বিডিওর ভূমিকা নিয়ে সরব হয়েছে বিজেপি। সেই সব সরকারি আধিকারিকদের একটি তালিকাও তৈরি করেছে বঙ্গ বিজেপি। শাহী বৈঠকে সেই সব আইপিএস, আইএএস অফিসারের নাম উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।

সুকান্ত মজুমদার লেখেন, আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হওয়া রাজনৈতিক হিংসা, ভোটে কারচুপি, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ও বিজেপি কর্মীদের ওপর শাসক দলের অত্যাচার ও পশ্চিমবঙ্গের বর্তমান আইন ব্যবস্থা সম্পর্কে বিশদে জানালাম। পশ্চিমবঙ্গ বিজেপিকে আরও শক্তিশালী করার জন্য ওনার মূল্যবান দিক নির্দেশনা কামনা করলাম।

পঞ্চায়েত ভোটের দিন ও গণনার দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একাধিকবার ফোন করে খোঁজ নিয়েছিলেন অমিত শাহ। তবে পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির ফলাফল নিয়ে সন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব। নিজে টুইট করে সে বার্তা দিয়েছেন অমিত শাহ। বাংলায় টুইট করে বিজেপির বঙ্গ নেতৃত্বের প্রশংসা করে শাহ, লিখেছেন পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগে নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে, যা প্রমাণ করে আমাদের উপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। এটা একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী সহ সকল কার্যকর্তাকে অনেক অভিনন্দন, যারা দৃঢ়তার সাথে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *