আমাদের ভারত, বালুরঘাট, ৩১ মার্চ: প্রচারে কোনো খামতি নেই। রবিবার সাত সকালে শরীর চর্চার সঙ্গে সঙ্গে ভোট প্রচারে বেরিয়ে পড়লেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সাতসকালে ট্র্যাক প্যন্ট, টি শার্ট, স্নিকার পরে প্রাতঃভ্রমণের সঙ্গেই পাইকারি বাজারে গিয়ে হাজির বিজেপি প্রার্থী। কথা বললেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। শুনলেন সেখানে সবজি বিক্রি করতে আসা কৃষকদের সমস্যার কথা। আবেদন জানালেন মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার। বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতির দাবি, অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি মানুষের মধ্যে।
রবিবার ভোট প্রচারে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখা গেল একেবারে পাইকারি বাজারে গিয়ে ক্রেতা বিক্রেতার সঙ্গে সরাসরি কথা বলতে। শুনলেন সকলের অভাব অভিযোগের কথা। তাদের কাছে পদ্মফুল প্রতীকে ভোট দেবার আবেদন জানাতে দেখা গেল তাঁকে।
কালো ট্রাক প্যান্ট, টি-শার্ট, স্নিকার্স পরে সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন বলেই মনে হবে তাকে দেখে। কিন্তু তিনি তো ভোট প্রার্থী। ফলে ভোটের সময় সেটা শরীর চর্চার সময় হোক বা অন্য কিছু, সবসময়ই চলবে ভোটের প্রচার। তাই মর্নিং ওয়াকে বেরিয়েও রবিবারসীয় ভোট প্রচার সারলেন সুকান্ত মজুমদার।
রবিবার সাত সকালে বালুরঘাটের পাইকারি বাজারে চলে যান বিজেপি প্রার্থী। সেখানে ক্রেতা, বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। তাঁর আলোচনায় উঠে আসে কৃষক সম্মান নিধি, সিএএর মত একাধিক বিষয়, যা মানুষকে সম্প্রতিক সময় ছুঁয়ে গেছে। এছাড়াও তিনি বিক্রেতাদের কাছে তাদের সমস্যা শুনে তাদের সমাধানের আশ্বাসও দেন।
দিন কয়েক আগে এই পাইকারি বাজার নিয়ে পুরসভার সঙ্গে কৃষকদের সমস্যা হয়েছিল। স্থায়ী বাজার চেয়ে কৃষকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। সুকান্তবাবু সেই কৃষকদের সঙ্গে আজ কথা বলেন। জেনে নেন তারা কোন অবস্থায় আছেন। তারা কী কী দাবি দাওয়া জানিয়েছিলেন। সুকান্ত মজুমদার জানান, কৃষকরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কেনাবেচা করেন, তারা দীর্ঘদিন ধরেই স্থায়ী বাজারের দাবি জানিয়েছেন, কিন্তু পুরসভা তাতে কর্ণপাত করেনি। বিষয়টি নিয়ে আগামী দিনে তিনি তাঁর সাধ্যমত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। একই সঙ্গে তিনি জানান, আজ মানুষের মধ্যে তিনি অভূতপূর্ব সাড়া পেয়েছেন। ফলে তাদের জয় নিশ্চিত সেখানে। সব মিলিয়ে সকালবেলার প্রচারে সুর বেঁধে দেন তিনি।
অন্যদিকে আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খরাইল এলাকার প্রায় ২৫টি পরিবার আজ বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড: সুকান্ত মজুমদার। তিনি জানান, মোদীর উন্নয়ন দেখেই মানুষ দলে দলে বিজেপিতে যোগদান করছে।