আমাদের ভারত, ৩১ মার্চ: হাওড়ায় বৃহস্পতিবার রামনবমীর মিছিলে হাঙ্গামার নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
শুক্রবার হাঙ্গামার ভিডিও যুক্ত করে সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে রামনবমীর মিছিলে গতকালের হামলা ও অগ্নিসংযোগ হল রামনবমীর আয়োজকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যের প্রত্যক্ষ ফল। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশ দাঙ্গাকারীদের সাথে দাঁড়িয়ে নীরবে দেখছে।”
অপর একটি টুইটে তিনি এদিন লিখেছেন, “পঞ্চায়েত ভোটের আগে ঘৃণা ছড়ানো, হিন্দুত্ববাদীদের প্ররোচিত করার জন্য ধর্না ছিল একটি পূর্ব পরিকল্পিত কৌশল। হাওড়ার রামনবমী শোভা যাত্রায় হামলাও বৃহত্তর পরিকল্পনার অংশ। হিন্দুদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং তাদের ঘৃণ্য পরিকল্পনার শিকার হলে হবে না। এই সরকার হিন্দু বিরোধী।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র হয় হাওড়া। হাওড়ার ক্যারি রোড সংলগ্ন কাজিপাড়ায় সংঘর্ষ হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। কাজিপাড়া দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময় গন্ডগোলের সূত্রপাত। বেশ কিছু দোকানপাট ভাঙচুর, আগুন লাগানো হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী, রাস্তায় ব্যারিকেড তৈরি হয়। অশান্তিতে অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি চলে।
The Dharna was a pre planned strategy to woo hatemongering hinduphobes prior to the Panchayat Polls. The attack on Ram Navami Shobha Yatras today is also part of the larger plan. Hindus must remain alert and not fall prey to their nefarious designs. This Govt. is Anti-Hindu. pic.twitter.com/4j1EXOVh99
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) March 30, 2023

