Sukanta, BJP, ভারতের ‘অদম্য অর্থনৈতিক গতি আর উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার বার্তা সুকান্তর

আমাদের ভারত, ২৯ নভেম্বর: “২০২৫–২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের ৮.২% জিডিপি প্রবৃদ্ধি, যা প্রত্যাশার থেকেও বেশি—আবারও প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব ও সুচিন্তিত অর্থনৈতিক নীতির দৃঢ় সাফল্য।”

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার শুক্রবার রাতে এক্সবার্তায় এ কথা লিখেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, “এই উল্লেখযোগ্য অগ্রগতি প্রতিটি ভারতবাসীর কঠোর পরিশ্রম, উদ্ভাবনী মনন, অটল স্থিতিশীলতা এবং উদ্যোগী মানসিকতার এক উজ্জ্বল প্রতিফলন। নাগরিকদের এই সম্মিলিত শক্তিই আজ ভারতের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করছে।

বিশ্বের দ্রুততম বিকাশমান বৃহৎ অর্থনীতির অন্যতম হিসেবে ভারতবর্ষ আগামী দিনে নতুন উচ্চতা স্পর্শ করবে, অগণিত সম্ভাবনার দুয়ার খুলবে এবং উন্নয়নের ইতিহাসে আরও এক দীপ্ত অধ্যায় সংযোজন করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *