আমাদের ভারত, ১৬ জুন: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হস্তক্ষেপ করার দাবি জানিয়ে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
তিনি চিঠিতে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ঘটে চলা হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত রায় নিয়ে মুখ্যমন্ত্রীর রিভিউ পিটিশনের বিষয়ে উল্লেখ করেছেন। জেলায় জেলায় মুহুর্মুহু বোমাবাজি, মারপিটের ঘটনা ঘটেছে পুলিশের সামনে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই তিনজনের প্রাণ চলে যাওয়ার বিষয় উল্লেখ করে শীঘ্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও কেন্দ্রের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক হিসাত্মক ঘটনা ঘটেই চলেছে জেলায় জেলায়। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে। মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই মৃত্যুর ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়ার ইন্দাস, উত্তর দিনাজপুরের চোপড়া সহ বহু জায়গায় বিরোধীদের ওপর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠেছে। মনোনয়ন দাখিল পর্বের মধ্যেই মৃত্যু হয়েছে তিনজনের। বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের ওপর আক্রমণ চলছে, বাড়ি ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে, বিরোধী প্রার্থীদের মারধর করা হয়েছে বলে অভিযোগে সরব বিজেপি নেতৃত্ব। আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায় দিলেও তা কার্যকর হয়নি। এমনকি চাপ দিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের পরিকল্পনাও তৃণমূল কংগ্রেস করেছে বলে অভিযোগ পদ্ম শিবিরের।
এর আগে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে চিঠি দিলেন সুকান্ত।