“চোখে কি আপনার ন্যাবা পড়েছে,” বুথের ভেতরে তৃণমূলের জমায়েতের অভিযোগ তুলে বালুরঘাট থানার আইসি’কে ধমক সুকান্তর

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারি: “চোখে কি আপনার ন্যাবা পড়েছে?” বালুরঘাট থানার আই সি’কে এইভাবেই ধমক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পালটা মুখ খুললেন আইসি অসীম গোপও। রবিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডের আনন্দ বাগান এলাকার ৪৬ নম্বর বুথে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, তাঁর নিজের এলাকায় বুথের ভেতরে ঢুকে তৃণমূলের নেতা কর্মীরা ক্যাম্পেনিং চালাচ্ছিল। জমায়েত করে ভোটারদের প্রভাবিত করবার চেষ্টাও করছিল বলে তাঁর অভিযোগ। সরজমিনে যা খতিয়ে দেখতে আসতেই পুলিশ তাঁদের বাধা দিয়েছে। উলটে তাদের সরে যাবার ফতোয়া জারি করছিলেন। আর যার পরিপ্রেক্ষিতেই এমনটা বলেছেন তিনি। যদিও ভোটারদের প্রভাবিত করবার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও মনগড়া বলে দাবি করেছে তৃণমূল। তাদের দাবি, সুকান্ত মজুমদার তাঁর নিজের ওয়ার্ডে নির্বাচনী লড়াউয়ে পেরে উঠতে না পেরেই এমন সব ভুলভাল অভিযোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *