আমাদের ভারত, ২১ ডিসেম্বর: আবারো একবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করলেন বালুরঘাটে সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর নিজের জেলা দক্ষিণ দিনাজপুরে রেলের উন্নতির জন্য বারবার অশ্বিনী বৈষ্ণবের দ্বারস্থ হয়েছেন সুকান্ত। বালুরঘাটের সাংসদ জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুরে রেলের উন্নতির জন্য সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে সুকান্ত মজুমদার লিখেছেন, “বালুরঘাট লোকসভা তথা দক্ষিণ দিনাজপুর জেলার রেলের উন্নতির বিষয় নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মহাশয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম। রেলের উন্নতিতে তিনি সমস্ত রকম ভাবে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর পাশে থেকে সার্বিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।”
৮ ডিসেম্বর বালুরঘাট- শিয়ালদা রুটে একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। তার জন্য আগেই রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন সুকান্ত মজুমদার। সেই ট্রেনটি চালু হবার পর সুকান্ত মজুমদার বলেছিলেন,
“দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য আজ একটি অন্যতম খুশির দিন। অবশেষে বালুরঘাট- শিয়ালদা রুটে নতুন একটি এক্সপ্রেস ট্রেনের ছাড়পত্র দিল রেল। সপ্তাহে প্রতিদিন নিয়মিত বালুরঘাট- শিয়ালদা লাইনে ট্রেনটি চলবে।” বালুরঘাট লোকসভার নাগরিকবৃন্দকে নতুন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে বলেছিলেন, জনগণের আশীর্বাদে প্রান্তিক জেলাকে আরও উচ্চতর স্থানে নিয়ে যাওয়া সাংসদ হিসেবে তাঁর কর্তব্য।
এদিকে বৃহস্পতিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন সুকান্ত মজুমদার। সেখানে তাঁর সাথে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে সুকান্ত মজুমদার এটিকে সৌজন্য সাক্ষাৎ বলেই উল্লেখ করেছেন সামাজিক মাধ্যমে।

