“বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান”, অভিষেক প্রসঙ্গে মন্তব্য সুকান্তর

আমাদের ভারত, ১৯ মে: তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন করে পাঠানো সিবিআই’য়ের চিঠি যুক্ত করে টুইট করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবারই অভিষেক সভায় বলেছেন, “আমার পিছনে ইডি-সিবিআই লাগাতে হবে না। কোনও যোগসাজশ পেলে একহাতে প্রমাণ দিন আরেক হাতে প্রকাশ্যে ফাঁসির মঞ্চ বানিয়ে আমাকে সেখানে তুলুন। দৃষ্টান্ত স্থাপন করুন। সারদা, নারদা, কয়লা, গরুতে এতদিন বলে এসেছি, এখন এসএসসি-তেও বলছি। প্রমাণ পেলে সোজা ফাঁসির মঞ্চে যাব। ভারতবর্ষের কোনও নেতা এটা বলতে পারবেন না।”

সিবিআইয়ের সমনের পর সুকান্তবাবু লিখেছেন, “জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবো, ফাঁসির মঞ্চে চড়বো আবার অব্যাহতি চাইতে কোর্টেও যাবো, এক মুখে এতরকম কথা। নির্দোষ হলে জিজ্ঞাসাবাদে সহযোগিতায় এত ভয় কেন? আগেই সহযোগিতা করলে ২৫ লাখের থাপ্পর হজম করে সিবিআই’য়ের কাছে যেতে হতো না।
“বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরান”।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহা উলটে ২৫ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সেই রায় নিয়েই সংবাদমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখেই এগোব।” কিন্তু শুক্রবার আদালতে তাঁর তরফে আর্জি মান্যতা না পাওয়ায় সিবিআইয়ের ডাকেই শনিবার তাঁকে সারা দিতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *