আমাদের ভারত, ১১ আগস্ট: বিশিষ্ট বাঙালি বিজ্ঞানীর জন্মদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলিক বিজ্ঞান কেন্দ্রের প্রতিষ্ঠাতা, পরিচালক এবং বিশিষ্ট পদার্থবিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদার মহাশয়ের জন্মদিবসে জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য ও প্রণাম।
কোয়ান্টাম বলবিজ্ঞানে তাঁর অসামান্য গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের তিনটি প্রধান বিজ্ঞান পরিষদ– ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি, ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস এবং ভারতীয় বিজ্ঞান অ্যাকাডেমির ফেলো নির্বাচিত হন। পাশাপাশি, তিনি নিউইয়র্ক অ্যাকাডেমি অব সায়েন্সেস এবং আমেরিকান ফিজিক্যাল সোসাইটিরও ফেলো হন, যা তাঁর বৈজ্ঞানিক অবদানকে আন্তর্জাতিক পরিসরে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।”