আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৬ নভেম্বর: “যেখানেই পুলিশ দেখবেন সেখানেই গোলাপ ফুল দেবেন। কারণ এই পুলিশ, দিদির সার্থক পুলিশ। এই পুলিশ রামপুরহাট পুরসভার ধর্ষক কাউন্সিলরকে খুঁজে পায় না।” বৃহস্পতিবার রামপুরহাটে গৌরব যাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে বীরভূমের রামপুরহাট থানার পুলিশকে এভাবেই কটাক্ষ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কুর বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই তরুণী একটি সন্তানেরও জন্ম দেন। তাঁর দাবি, সন্তানটি টিঙ্কুর। ২৯ অক্টোবর ওই তরুণী কাউন্সিলরের বিরুদ্ধে রামপুরহাট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ তাকে এখনও গ্রেফতার করতে পারেনি। অথচ দল থেকে বহিষ্কৃত ওই কাউন্সিলর তরুণীকে ফের হুমকি দিয়ে যাচ্ছে। সমাজ মাধ্যমে এবং মোবাইলে সর্বদা যোগাযোগ রেখে চলেছেন। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না।
এনিয়ে তরুণী এদিন সুকান্তবাবুর শরণাপন্ন হন। সব শুনে সুকান্তবাবু মঞ্চ থেকে বলেন, “জেলা পুলিশ সুপার থেকে সমস্ত পুলিশ অফিসাদের দেখলে হাততালি দিয়ে সম্বর্ধনা দিন, নয়তো গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা দিন। এরা একজন ধর্ষক কাউন্সিলরকে খুঁজে পাচ্ছে না, গ্রেফতার করতে পারছে না। তাই যেখানে পুলিশ দেখবেন সেখানে গোলাপ ফুল দেবেন। আমরা ক্ষমতায় এলে এই সমস্ত বেয়াদপ কাউন্সিলরদের পিছনে ডাণ্ডা মেরে লাল করে যোগীর পুলিশের মতো জেলে পুড়বো।”

