Sukanta, Lok Sabha, লোকসভায় গুন্ডামি করেছে তৃণমূল সাংসদরা! বিল পেশের সময় শাহর দিকে কাগজ ছোঁড়ার ঘটনার কড়া নিন্দা সুকান্তর

আমাদের ভারত, ২০ আগস্ট: লোকসভায় বুধবার মোট তিনটি বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার বিরোধিতা করতে গিয়ে হৈ হট্টগোল করে বিরোধী সহ তৃণমূলের সাংসদরা। এমনকি বিলের কাগজ ছিঁড়ে শাহর মুখে ছুড়ে মারেন তৃণমূল সাংসদরা। বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। কিন্তু এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস লোকসভার ভেতরেও গুন্ডামি করছে। তাঁর আরও অভিযোগ, তৃণমূল সাংসদরা অমিত শাহর শারিরীক নিগ্রহ করার চেষ্টা করেছেন এই কাজ করে।

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার লোকসভায় আজ বিল পেশের সময় বিলের বিরোধিতায় কাগজ ছিঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে ছুঁড়ে মারার ঘটনার তীব্র ভাষায় নিন্দা করেছেন। তিনি বলেন, লোকসভার ভেতরেও গুন্ডামি করেছে তৃণমূল কংগ্রেস। আজ আমরা লোকসভার ভেতরে তৃণমূল সাংসদদের গুন্ডামি দেখলাম। কোনো প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্রতিবাদ থাকতেই পারে। কিন্তু সেই প্রতিবাদ জানানোর নিয়ম আছে। সেই প্রতিবাদটা আপনি করবেন স্পিকারের কাছে গিয়ে। কিন্তু যে মন্ত্রী বক্তব্য রাখছেন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সামনে গিয়ে কাগজ ছুঁড়ে তার মুখে মারা হয়েছে।”

তিনি জানান, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই কাজ করেছেন। তারপরেই তিনি কটাক্ষ করে বলেন, বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে কাগজ ছুড়েছিলেন, সেই কাগজ ছোড়ার অভ্যাসটা তৃণমূলের জিনের মধ্যে ঢুকে গেছে। এরপর বিধানসভা ভাঙ্গচুরের মতো দেখব হয়তো লোকসভাতেও ভাঙ্গচুর করবে তৃণমূল কংগ্রেস। ঠিক যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙ্গচুর করেছিলেন।” তাঁর কথায়, কাগজ ছোড়া, বিধানসভা ভাঙ্গচুর তৃণমূলের ডিএনএ’র মধ্যে ঢুকে গেছে। এটা একটা বড় সমস্যা। এই গুন্ডামি বন্ধ হওয়া প্রয়োজন।”

সুকান্তবাবু প্রশ্ন তুলেছেন, আগে থেকে বলা হচ্ছে, এই বিলগুলি জেপিসিতে যাবে। তাহলে সেই বিল নিয়ে এইভাবে উশৃংখল পরিবেশ তৈরি করার কারণ কী?” তাঁর মতে, এই ঘটনা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। পেপার ছুড়ে মারা একরকম ভাবে হাউজের ভেতরে অ্যাটাক করার সামিল। শারীরিকভাবে নিগ্রহ করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *