আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: “১১ই সেপ্টেম্বর সেপ্টেম্বর ভারতবর্ষের ইতিহাসে এক গৌরবময় দিবস।” বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “১৮৯৩ সালের আজকের দিনেই শিকাগো-তে আয়োজিত বিশ্বধর্ম মহাসম্মেলনে বজ্রকণ্ঠে উচ্চারিত হয়েছিল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী, যা সমগ্র বিশ্বকে চিনিয়ে দিয়েছিল ভারতবর্ষের আধ্যাত্মিক ঐতিহ্য, মানবতা ও সহিষ্ণুতার মহত্ত্ব।
সেই স্মরণীয় দিনে স্বামীজি শুধু ভাষণ দেননি, তিনি জাগিয়ে তুলেছিলেন সমগ্র মানবজাতিকে। তাঁর সেই আহ্বান আজও অনুপ্রেরণা দেয় লক্ষ কোটি তরুণকে।
বীর সন্ন্যাসী, বিশ্ববন্দিত গুরু আপনাকে জানাই হৃদয়ের গভীর থেকে অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও কোটি কোটি প্রণাম।”