আমাদের ভারত, ৭ নভেম্বর:
সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে রাজভবনে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে বেরিয়ে তিনি মন্তব্য করেন, রাজভবন ধীরে ধীরে জনতা রাজভবন হয়ে উঠছে। আগামী দিনেও জনতাকে আরো কাছে টেনে নিতে নানা উদ্যোগ নেবেন বলে রাজ্যপাল জানিয়েছেন।
রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, “এই রাজভবন ধীরে ধীরে জনতার রাজভবন হয়ে উঠেছে। রাজ্যপাল ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে আগামী দিনের নানা উদ্যোগ নিচ্ছেন এবং নেবেনও বলেছেন।” তিনি বলেন, রাজ্যপালকে সহজেই সাধারণ মানুষ সামনে থেকে পান। কেউ চাইলেই অ্যাপয়েন্টমেন্ট চেয়ে দেখা করতে পারছেন। তাঁর কথায়, বিপদের সময় ভাঙড় হোক বা কোচবিহার ময়দানে নেমে রাজ্যপাল মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছেন। তাঁর কথায়, “যে রাজভবন ছোট্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল, ধীরে ধীরে তা জনতার রাজভবনে পরিণত হয়েছে। রাজ্যপালকে ও জনতার রাজ্যপাল হিসেবে তুলে ধরা হচ্ছে।”
সুকান্ত আরও বলেন, রাজ্য জুড়ে সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে তা নিয়ে রাজ্যপাল বোসের সঙ্গে তাঁর কথা হয়েছে। সুকান্ত বলেন, একের পর এক দুর্নীতির ঘটনা রাজ্যে উঠে আসছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। সুকান্ত বলেন, মেডিকেল কলেজে বিশেষ করে আর জি কর’এ কি ভাবে দুর্নীতি হচ্ছে তাঁর চোখে পড়ে যাচ্ছে। মেডিকেলে পোস্ট গ্রাজুয়েটদের ক্ষেত্রেও ভর্তিতে দুর্নীতি হতে পারে বলে, তাদের কাছে অভিযোগ আসছে বলে জানান সুকান্ত। সেইসব বিষয়ে তিনি রাজ্যপাল’কে জানিয়েছেন বলেও জানান বালুরঘাটের সাংসদ।