আমাদের ভারত, ৪ আগস্ট: “বীর বিপ্লবী হেমচন্দ্র কানুনগো মহাশয়ের জন্মদিবসে জানাই গভীর শ্রদ্ধার্ঘ্য ও প্রণাম।” সোমবার এক্সবার্তায় এভাবে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের সঙ্গে তাঁর নামেও অভিযোগ দায়ের করেছিল ব্রিটিশ সরকার। দেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনার লক্ষ্যে ১৯০৬ সালের ১৩ আগস্ট তিনি ইউরোপ যাত্রা করেন, বোমা তৈরির কৌশল রপ্ত করতে। তবে তিনি শুধু বিস্ফোরক নির্মাণেই সীমাবদ্ধ থাকেননি, ইউরোপীয় গুপ্ত সংগঠনের কাঠামো ও পরিচালনার পদ্ধতি সম্পর্কেও তিনি গভীরভাবে শিক্ষা গ্রহণ করেন।
উল্লেখযোগ্যভাবে, বিপ্লবী ক্ষুদিরাম বসু অত্যাচারী শাসক কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে যে বোমাটি ব্যবহার করেছিলেন, তা ছিল হেমচন্দ্র কানুনগো-র তৈরি।
পরবর্তীতে মুরারিপুকুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে তাঁকে আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয়।দেশমাতৃকার প্রতি তাঁর অকুতোভয় নিবেদন ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণার দীপ্ত আলো হয়ে রয়েছে।”