আমাদের ভারত, ১১ আগস্ট: বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ সিংহের প্রয়াণ দিবসে সোমবার শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, পদ্মভূষণ ড: বিকাশচন্দ্র সিংহের প্রয়াণ দিবসে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য ও প্রণাম।
পারমাণবিক পদার্থবিজ্ঞান গবেষণায় তাঁর অসামান্য অবদান আজও অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। তিনি ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার ও সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট, দুর্গাপুরের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের একজন সম্মানিত সদস্য ছিলেন।
দেশের বিজ্ঞানচর্চায় তাঁর অমূল্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।”