আমাদের ভারত, কলকাতা, ১২ জুন: কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায় যে হিংসাত্মক ঘটনা ঘটছে তার প্রতিবাদে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে তিনি ধরনায় বসেছেন।
গতকাল হাওড়া যাওয়ার পথে বিদ্যাসাগর সেতুতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সেখান থেকে তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। রাতে সেখান থেকে ছাড়া পেয়ে রজ্যপালের সঙ্গে দেখা করে হিংসাত্মক এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন।
আজ একই দাবিতে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন। তাঁর অভিযোগ, “জেলায় জেলায় যে অশান্তি হচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রীই দায়ি। তাঁর প্ররোচনামূলক বক্তব্যের জন্যই এসব ঘটনা ঘটছে।” সুকান্তবাবুর অভিযোগ, মুখ্যমন্ত্রী হিংসা উসকে দিচ্ছেন।
সুকান্তবাবুর আরও অভিযোগ, পুরো রাজ্যটা ছেড়ে দেওয়া হয়েছে দুষ্কৃতিদের হাতে। পাশাপাশি পুলিশ এবং রাজ্য প্রশাসনের নিষ্ক্রিয়। তার কারণে হাওড়া, মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবারে গত চারদিন ধরে অরাজকতা চলছে। ঘরবাড়ি ভাঙ্গচুর করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। এই অবস্থা নিয়ন্ত্রণের জন্য সুকান্তবাবু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান।