আমাদের ভারত, ১৭ ফেব্রুয়ারি: সংসদের দুই কক্ষেই পাশ হয়ে গিয়েছে সিএএ। কিন্তু এখনো পর্যন্ত তা লাগু করা যায়নি বিরোধীদের বিরোধিতায়। কিন্তু এবার ভিন্ন পথে গিয়ে সিএএ লাগু করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে কেন্দ্রের স্বারাষ্ট্র দফতর। তাই প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এড়িয়েই সিএএ লাগু করা হবে বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বনগাঁ লোকসভা কেন্দ্রের গাইঘাটা বিধানসভার গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় ভোট প্রচারে গিয়ে একথা বলেন তিনি
এই গোবরডাঙা মতুয়াগড় হিসেবে পরিচিত। এখানে মতুয়া জনসংখ্যার পরিমাণ বিপুল । এখানে ভোটে জয় পরাজয় নির্ধারণ করেন এই মতুয়া সম্প্রদায়ের মানুষ। আর মতুয়াদের দীর্ঘ দিনের দাবি নাগরিকত্ব । ফলে সেই মতুয়া ভুমে দাঁড়িয়ে সিএএ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সুকান্ত মজুমদার। তার কথায়, “সিএএ আমরা লাগু করবই। আজ না হোক কাল সিএএ লাগু হবেই। সর্বোচ্চ স্তরে এই নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে।”প্রয়োজন পড়লে রাজ্য সরকারকে বাদ দিয়েই লাগু হবে সিএএ, কারণ রাজ্য সরকার এই বিষয়ে কোনো রকম সহযোগিতা করছে না”।
তার অভিযোগ তৃণমূল সরকার এই বিষয়ে সহযোগিতা করছে না বলেই দেরি হচ্ছে। তবে ভাবনা চিন্তা চলছে কিভাবে রাজ্য সরকারকে বাইপাস করে সিএএ লাগু করা যায়। সংবিধানে বিভিন্ন আইন খতিয়ে দেখার কাজ চলছে।
সুকান্ত মজুমদারের কথায়,”সিএএ বিল পাস হয়ে গেছে। শুধু রুল বানানো বাকি আছে। প্রয়োজনে রাজ্য সরকার কে বাদ দিয়ে সিএএ লাগু করব। এ বিষয়ে আমরা রাজ্য সরকারের কোনো সহযোগিতা পাচ্ছি না। সেহেতু আমরা অমিত শাহজিকে এই বিষয় ভাবার জন্য বলেছি। সিএএ লাগুর জন্য আমাদেরকে অল্টারনেটিভ ওয়ে বা ভিন্নপথের কথা ভাবতে হচ্ছে। সংবিধানে এমন অনেক আইন খুঁজে বের করতে হবে যার মাধ্যমে এটা করা সম্ভব। স্বারাষ্ট্র দফতরের সচিবরা রয়েছেন যারা সিএএ লাগুর পরিপূরক পথের কথা ভাবছেন”।
এদিন প্রচারে গিয়ে তাকে দলের বিদ্রোহীদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রশান্ত কিশোর বলেছেন আগামী ৫০ বছর ভারতের রাজনীতি বিজেপিকে কেন্দ্র করেই আবর্তিত হবে। ফলে সেই রকম একটা সামনের সারির দলে পদ না পেলে খারাপ লাগে, সেটাই স্বাভাবিক। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে কোনো মনোবিরোধ নেই”। একই সঙ্গে তার বিরুদ্ধে তৃণমূলের করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল শুধু মামলা আর হামলা করতে পারে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি”। তার দাবি বনগাঁয় পুরসভা নির্বাচনে ভোট লুট আটকাতে তারা সর্বশক্তি দিয়ে মাঠে নামবেন।