জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: দেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার আবেদন জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।আজ মেদিনীপুরে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার রক্তদান শিবিরে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ রাজ্যের সাংসদ ও বিধায়কদের প্রতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নির্বাচনে যোগ্যতম প্রার্থী উল্লেখ করে ভোট দেওয়ার আবেদন জানান।
রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে তিনি জানতে চান, এ রাজ্যের মুখ্যমন্ত্রী আর কতদিন আদিবাসী- মূলবাসীদের বিরোধিতা করবেন। এ প্রসঙ্গেই সুকান্তবাবু জানান, আগামীকাল দ্রৌপদী মুর্মু এ রাজ্যে প্রচারে আসছেন।