আমাদের ভারত, ২৭ আগস্ট: “শুভ গণেশ চতুর্থী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।” বুধবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “ॐ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্। বিঘ্নবিশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম্॥
বিঘ্নবিশক, সিদ্ধিদাতা, জ্ঞানদাতা বিনায়ক-এর কৃপায় সকলের জীবনে কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি আসুক।”