আমাদের ভারত, ২৩ নভেম্বর: “শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যত” শীর্ষক একটি আন্তর্জাতিক স্তরের কনক্লেভে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই কনক্লেভে অংশগ্রহণ করতে তিনদিনের সফরে তিনি স্লোভাকিয়া সফরে রওনা দিলেন আজ। যাওয়ার আগে তাঁকে এই সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করলেন।
স্লোভাকিয়া সরকার এবং ওইসিডির উদ্যোগে “শিক্ষায় এআই-এর ভবিষ্যৎ” শীর্ষক একটি আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন করা হয়েছে। মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে যোগদানের জন্য ২৩-২৫ নভেম্বর পর্যন্ত স্লোভাকিয়ায় থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ওইসিডি আয়োজিত এই সভায় ৩৮টি দেশের মন্ত্রীরা প্রতিনিধিত্ব করবে।
এই সফরের উদ্দেশ্য সাম্প্রতিক সময়ে নয়া দিল্লির সঙ্গে ডিজিটাল শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট এবং শিক্ষায় এ আই প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিষয়ে সে দেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা সহ সহযোগিতার ভাবনাকে আরও দৃঢ় করা।
সুকান্ত মজুমদার সে দেশের রাজধানীর ব্রাতিস্লাভতে আয়োজিত কনক্লেভে “শিক্ষায় এআই-এর ভূমিকা” সম্পর্কিত মন্ত্রী পর্যায়ের প্যানেলে আলোচনায় যোগ দেবেন। সেখানে তিনি ভারতের শিক্ষা ব্যবস্থায় বর্তমান এ আই- এর ব্যবহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। একই সঙ্গে ওইসিডি( অর্গানাইজেশন অফ ইকোনমিক কোপারেশন অ্যান্ড) ডেভলপমেন্ট গ্লোবাল ফোরামে ২০৪০ সাল পর্যন্ত শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরবেন সুকান্ত মজুমদার।
এছাড়াও তাঁর সফর কর্মসূচির মধ্যে রয়েছে স্লোভাক নেতৃত্বের সাথে দ্বিপাক্ষিক বৈঠক, স্লোভাক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন, ভারতীয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং নিত্রায় জাগুয়ার ল্যান্ড রোভার প্ল্যান্টে ভারতীয় কর্মীদের সাথে সাক্ষাৎ করা।
এই সফরে তিনি ডিজিটাল পাবলিক প্ল্যাটফর্মে ভারতের ভূমিকা যেমন তুলে ধরবেন তেমনি ভবিষ্যতে শিক্ষায় ভারত-স্লোভাকিয়া সহযোগিতা জোরদার করবেন।
যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের হয়ে এহেন একটি আন্তর্জাতিক স্তরের কনক্লেভে প্রতিনিধিত্ব করার যে সুযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে দিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ।

