আমাদের ভারত, ৭ নভেম্বর: এস আই আর- এর ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিল করা হচ্ছে। মঙ্গলবার থেকে রাজ্যে সেই কাজ শুরু হয়েছে। কিন্তু এই প্রক্রিয়া শুরু হতেই একাধিক জায়গা থেকে নানা অভিযোগ উঠে আসতে শুরু করেছে। তৃণমূল, কংগ্রেসের নজরদারিতে বিএলও’রা ফর্ম বিলি করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আবার কোথাও আক্রান্ত হচ্ছেন বিজেপির বিএলএরা। পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্যে এস আই আর- এর কাজ করানোর দাবি উঠলো। এই কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
বীরভূমে সাংবাদিকরা বিএলও’দের হুমকি ও বিজেপির বিএলএ’র আক্রন্ত হবার ঘটনার প্রসঙ্গে প্রশ্ন করলে তার উত্তরে সুকান্ত মজুমদার বলেন, ভারতীয় জনতা পার্টির প্রচুর বিএলএ’র উপর আক্রমণ নেমে এসেছে। এটা প্রমাণ করছে যে এই অবস্থায় যদি এস আই আর হয় তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির উপর আরো আক্রমণ নেমে আসবে।
এরপরে নির্বাচন কমিশনের কাছে আবেদন করার সুরেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তোলেন তিনি। তাঁর কথায়, এসআইআর করা ভারতীয় জনতা পার্টির দায় দায়িত্ব নয়। এসআই আর করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি সরকারকে রেখে এস আই আর করাতে না পারে তাহলে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো, অপেক্ষা করুন এই সরকারের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে তিন মাসের মধ্যে এস আই আর করান তারপরে ভোট করান। দেখবেন সব বাঁদর সোজা হয়ে যাবে।

