Sukanta, BJP, বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস স্মরণ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১৪ আগস্ট: বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস সামাজিক মাধ্যমে স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “আজ ১৪ই আগস্ট, বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে ভারত মাতার সেই সকল বীর সন্তানদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, যাঁরা দেশ বিভাজনের ফলে রাতারাতি গৃহহারা এবং বিভাজনের বিভীষিকার মুখোমুখি হয়েছেন।”

প্রসঙ্গত, দেশভাগে অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়েছিল এবং অনেকে প্রাণ হারিয়েছিল। ঐতিহাসিকদের একাংশের মতে, ১ থেকে ২ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এবং ২ লক্ষ থেকে ২০ লক্ষ মানুষ মারা গিয়েছিল। ১৪ আগস্ট ২০২১, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে, ১৯৪৭ সালে দেশভাগের সময় ভারতীয়দের দুর্ভোগ এবং আত্মত্যাগের কথা জাতিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর ১৪ আগস্টকে দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস হিসেবে স্মরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *