আমাদের ভারত, ২০ সেপ্টেম্বর: “জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে দাড়িভিট হাইস্কুলে বাংলার মর্যাদা রক্ষার্থে প্রাণ বিসর্জন দিয়েছিলেন আমাদের ভাষা শহিদ রাজেশ ও তাপস।” শনিবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “বাংলা ভাষার জন্য তাঁদের সেই আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণার দীপশিখা। পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবসে আমরা তাঁদের প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধাঞ্জলি ও কৃতজ্ঞতা।”

