Sukanta, BJP, AI, “শিক্ষায় এআই- এর ভবিষ্যৎ” বিষয়ক আলোচনায় বিশ্বমঞ্চে ভারতের ভাবনা তুলে ধরলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২৫ নভেম্বর: স্লোভাকিয়ার রাজধানী বাতিস্লোভায় শিক্ষা সংক্রান্ত একটি আন্তর্জাতিক আলোচনা সভায় যোগ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই সভার প্রধান বিষয় ছিল শিক্ষায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ। সেখানেই শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বাংলার সাংসদ সুকান্ত মজুমদার।

এখানকার বৈঠক শেষে তিনি নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, শিক্ষা সংক্রান্ত আলোচনা সভায় যোগদান করতে পেরে সম্মানিত। শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি আমি সুস্পষ্টভাবে তুলে ধরেছি।

জানাগেছে, সুকান্ত মজুমদার মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। প্রথমত, বহুভাষিক এবং সহজলভ্য শিক্ষা, দ্বিতীয়ত শিক্ষায় আধুনিক প্রযুক্তি ও স্মার্ট সরঞ্জামের ব্যবহার, তৃতীয়ত উচ্চশিক্ষায় উদ্ভাবনী শক্তির বিকাশ এবং চতুর্থত ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষ করে তোলা।

একইসঙ্গে বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তির জন্য ভারত যে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই কথা তিনি তুলে ধরেছেন বিশ্বমঞ্চে।

২৪ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে বাতিস্লোভায় অর্গানাইজেশন অফ ইকোনমিক কোপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট ও স্লোভাকিয়া সরকারের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা শুরু হয়েছে। মঙ্গলবার এই আলোচনা সভার শেষদিন। বিশ্বের মোট ৩৮টি দেশের প্রতিনিধিরা সেখানে যোগ দিয়েছেন বলে খবর। এই সভায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বাংলার সাংসদ অধ্যাপক সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *