আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: অমর বিপ্লবী বিনয় বসুর জন্মদিবসে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
বৃহস্পতিবার সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “অগ্নিযুগের অমর বিপ্লবী, ভারতমাতার অকুতভয় সন্তান শ্রদ্ধেয় বিনয় বসুর জন্মদিবসে জানাই আমার কোটি কোটি প্রণাম।
মাতৃভূমির স্বাধীনতার জন্য তাঁর দুর্নিবার সাহস,আত্মত্যাগ ও অমিত বীরত্ব যুগে যুগে আমাদের অনুপ্রেরণার দীপশিখা হয়ে থাকবে।”
প্রসঙ্গত, বিনয় বসু (১১ সেপ্টেম্বর ১৯০৮ – ১৩ ডিসেম্বর ১৯৩০) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। রাজবন্দীদের উপর অত্যাচার চালানোর জন্য ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন.এস সিম্পসন বিপ্লবীদের কাছে কুখ্যাত ছিলেন। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর বিনয়, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত একত্রে মিলে ইউরোপীয় বেশ ভূষায় সজ্জিত হয়ে রাইটার্স ভবনে প্রবেশ করে সিম্পসনকে গুলি করে হত্যা করেন।