Sukanta, Vijaya Raje Scindia, বিজয়ারাজে সিন্ধিয়াকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১২ অক্টোবর: “রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়ার জন্মজয়ন্তীতে জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য এবং কোটি কোটি প্রণাম।” রবিবার এই মর্মে এক্সবার্তায় লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “সমাজসেবায় তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জনসংঘ ও ভারতীয় জনতা পার্টিকে দৃঢ় ভিত্তি প্রদান করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমাদের সাংস্কৃতিক শিকড়ের প্রতি তাঁর গভীর অনুরাগ ও নিষ্ঠা আজও প্রেরণার উৎস। ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারে তিনি আজীবন নিবেদিত ছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *