আমাদের ভারত, ১৬ সেপ্টেম্বর: “অগ্নিযুগের দুই বীর বিপ্লবী তারকেশ্বর সেনগুপ্ত ও সন্তোষ কুমার মিত্র মহাশয়ের বলিদান দিবসে জানাই আমার অন্তরের গভীর শ্রদ্ধাঞ্জলি ও বিনম্র প্রণাম।” মঙ্গলবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন, কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “১৯৩১ সালের ১৬ই সেপ্টেম্বর মেদিনীপুরের হিজলি ডিটেনশন ক্যাম্পে বন্দি বিপ্লবীদের উপর ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলি চালনায় শহিদ হন এই দুই বীর বাঙালি বিপ্লবী।
স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তাঁদের আত্মত্যাগ আজও অমর হয়ে আছে। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও আত্মবলিদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।”