আমাদের ভারত, ৮ সেপ্টেম্বর: স্বামী অভেদানন্দকে শ্রদ্ধার্ঘ্য জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সোমবার সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎশিষ্য, স্বামী বিবেকানন্দের সঙ্গী, অসামান্য বাগ্মী, পূজ্য স্বামী অভেদানন্দের প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য ও কোটি কোটি প্রণাম।
বিশ্ববন্দিত বেদান্ত প্রচারক হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়। আধ্যাত্মিক সাধনা, গভীর জ্ঞান ও মানবকল্যাণে নিবেদিত জীবনযাপন তাঁকে করে তুলেছে আমাদের অনুপ্রেরণার অক্ষয় উৎস।
১৮৯৭ সালে স্বামী বিবেকানন্দের আহ্বানে তিনি পাশ্চাত্যে গমন করেন এবং নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির প্রধান হিসেবে বেদান্তের সার্বজনীন বাণী পশ্চিমা জগতে প্রচার করতে শুরু করেন।”