আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর: “জনপ্রিয় সাহিত্যিক সুকুমার রায় মহাশয়ের প্রয়াণ দিবসে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও কোটি কোটি প্রণাম।” বুধবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “তাঁর অমলিন রসসৃষ্টি, অদ্ভুত কল্পনার জগৎ ও অনন্য প্রতিভা আজও আমাদের হৃদয়ে অমর হয়ে আছে। প্রজন্মের পর প্রজন্ম তিনি বাঙালির প্রাণের আনন্দ, হাসি ও প্রেরণার উৎস হয়ে থাকবেন।”
প্রসঙ্গত, সুকুমার রায় (৩০ অক্টোবর ১৮৮৭ – ১০ সেপ্টেম্বর ১৯২৩) ছিলেন শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে “ননসেন্স ছড়া”র প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তাঁর পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।