Sukanta, Suchitra Mitra, সুচিত্রা মিত্রকে শ্রদ্ধাজ্ঞাপন সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর: প্রয়াত বিশিষ্ট শিল্পী সুচিত্রা মিত্রকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “স্বনামধন্য কণ্ঠশিল্পী, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত গায়িকা ও বাংলার সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্র সুচিত্রা মিত্র মহাশয়ার জন্মদিবসে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও অন্তরের প্রণাম।”

প্রসঙ্গত, সুচিত্রা মিত্র (১৯ সেপ্টেম্বর ১৯২৪ – ৩ জানুয়ারি ২০১১) ছিলেন রবীন্দ্র সংগীতের এক অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ। সুচিত্রা মিত্র দীর্ঘকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান ছিলেন। সংগীত বিষয়ে তাঁর বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। শেষ জীবনে তিনি রবীন্দ্র সংগীতের তথ্যকোষ রচনার কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন। তিনি চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী এবং অভিনেত্রীর ভূমিকাও পালন করেছেন। ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গেও তাঁর দীর্ঘকালের যোগসূত্র ছিল। ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তার দৃপ্ত কণ্ঠে গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি গানটি বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল। ২০০১ সালে তিনি কলকাতার শেরিফ মনোনীত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *