Sukanta, Sri Ramakrishna, শ্রীরামকৃষ্ণের তিরোধান দিবসে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১৬ আগস্ট: শ্রীরামকৃষ্ণের তিরোধান দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “ওঁ স্থাপকায় চ ধর্মস্য সর্ব ধর্ম স্বরূপিণে। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ॥

প্রেমের অবতার, করুণার সাগর, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবসে নিবেদন করি আমার অন্তহীন শ্রদ্ধা ও কোটি কোটি প্রণাম।

তাঁর অমৃত বাণী এবং আধ্যাত্মিক আদর্শের অনন্ত আলোকধারা আমাদের অন্ধকার জীবনে জাগিয়ে তুলুক প্রেম, ভক্তি আর সত্যের শাশ্বত প্রদীপ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *