Sukanta, Sister Nivedita, ভগিনী নিবেদিতাকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১৩ অক্টোবর: “ভগিনী নিবেদিতার প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য এবং কোটি কোটি প্রণাম।” সোমবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “ভারতের নবজাগরণে তাঁর অবদান অনন্য ও অবিস্মরণীয়। নারীশিক্ষা, মানব সেবার চেতনা জাগরণের ক্ষেত্রে তিনি ছিলেন এক দীপশিখা, যাঁর আলোক আজও আমাদের পথ দেখায়।”

প্রসঙ্গত, ভগিনী নিবেদিতা (প্রকৃত নাম: মার্গারেট এলিজাবেথ নোবেল, ২৮ অক্টোবর, ১৮৬৭ – ১৩ অক্টোবর, ১৯১১) ছিলেন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। ১৮৯৫ খ্রিস্টাব্দে লন্ডনে তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পান, ১৮৯৮ খ্রিস্টাব্দে ভারতে চলে আসেন। একই বছর ২৫ মার্চ তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তাঁর নামকরণ করেন নিবেদিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *