আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর: “বীর বিপ্লবী সত্যেন্দ্র চন্দ্র বর্ধন মহাশয়ের আত্মবলিদান দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও কোটি কোটি প্রণাম।” বুধবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “১০ই সেপ্টেম্বর, ফাঁসির মঞ্চে আরোহনের আগে তাঁর শেষ ইচ্ছাপত্রে তিনি লিখে যান – “আমার বলার বা লেখার কিছু নেই, মাতৃভূমি বেদিকায় প্রাণ বিসর্জন করিতে পেরে আমি গর্বিত। যদি কোনো সুযোগ আসে – প্রতিশোধ নেওয়া হবে, এই আশা করি। বাঙালি হিসাবে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়াই স্বাভাবিক।
দেশমাতৃকার জন্য এই অমর আত্মত্যাগের সাক্ষী ছিল মাদ্রাজ দুর্গ, যেখানে তাঁর সঙ্গে একই দিনে ফাঁসির মঞ্চে প্রাণ উৎসর্গ করেছিলেন ভাক্কম আবদুল কাদের, ফৌজা সিং, আনন্দন ও বনিফেস পেরেরা।
তাঁদের এই আত্মাহুতি স্বাধীন ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”