Sukanta, Pramathanath Chowdhury, প্রমথনাথ চৌধুরীকে জন্মদিবসে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৭ আগস্ট: বাংলার বিশিষ্ট সাহিত্যিক, প্রবন্ধকার ও চিন্তাবিদ প্রমথনাথ চৌধুরী মহাশয়ের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অন্তরের প্রণাম। বৃহস্পতিবার এভাবে প্রয়াত লেখককে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এক্সবার্তায় সুকান্তবাবু লিখেছেন, “বাংলা গদ্যের পরিশীলিত রূপায়ণে তাঁর অবদান আজও আমাদের সাহিত্য জগতে আলোকবর্তিকা স্বরূপ।”

প্রসঙ্গত, প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটগল্পকার। ‘বীরবল’ ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন। ‘সবুজপত্র’ পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। ছোটগল্প ও সনেট রচনাতেও তাঁর বিশেষ অবদান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *