Sukanta, Nagendra Prasad, ভারতে ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৭ আগস্ট: “ভারতে ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী মহাশয়ের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”

বুধবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “তিনি প্রতিষ্ঠা করেছিলেন ওয়েলিংটন ক্লাব, দেশীয়দের প্রথম খেলার তাঁবু। ফুটবল, ক্রিকেট, রাগবি, হকি, টেনিস…সব খেলাতেই তিনি ছিলেন অগ্রদূত। প্রতিষ্ঠা করেছিলেন বয়েজ ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, হাওড়া স্পোর্টিং ক্লাব, প্রেসিডেন্সি ক্লাব-সহ বহু সংগঠন।

১৮৮৭ সালে শোভাবাজার ক্লাব গড়ে তোলেন, যেটি ১৮৯২-তে ইউরোপীয় দলগুলিকে হারিয়ে ট্রেডস কাপ জয় করে, যা মোহনবাগানের ১৯১১ সালের ঐতিহাসিক জয়ের আগে বাঙালি ফুটবলের সবচেয়ে বড় সাফল্য।

আই.এফ.এ শিল্ড গঠনে একমাত্র ভারতীয় উদ্যোক্তা ছিলেন তিনি। ২৫ বছরের খেলোয়াড়ি জীবনে তিনি খেলেছেন ৭০০-রও বেশি ম্যাচ। ভারতের ফুটবলের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি। বাংলা তথা ভারতের ক্রীড়া ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *