আমাদের ভারত, ৪ আগস্ট: “অগ্নিযুগের বীর বিপ্লবী শহিদ রামকৃষ্ণ বিশ্বাসের বলিদান দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।” সোমবার এক্সবার্তায় এভাবে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম নায়ক মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের এক সাহসী সদস্য হিসেবে তিনি ব্রিটিশ বিরোধী প্রত্যক্ষ সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন। চট্টগ্রামের যুব বিদ্রোহ থেকে শুরু করে জালালাবাদের লড়াই, প্রতিটি পদক্ষেপেই তিনি ছিলেন আপসহীন সংগ্রামী।
তাঁর সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেম আমাদের চিরকাল অনুপ্রেরণা জোগাবে।”