আমাদের ভারত, কলকাতা, ৩ সেপ্টেম্বর: “বীর বিপ্লবী শহীদ মৃগেন্দ্রনাথ দত্ত মহাশয়ের আত্মবলিদান দিবসে জানাই আমার অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও কোটি কোটি প্রণাম।” এক্সবার্তায়
লিখলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “তিনি ছিলেন গোপন বিপ্লবী সংগঠন বেঙ্গল ভলান্টিয়ার্স-এর এক সাহসী যোদ্ধা। পেডি ও ডগলাসের মৃত্যুর পর মেদিনীপুরে ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন বার্জ। ১৯৩৩ সালের ২রা সেপ্টেম্বর মৃগেন্দ্রনাথ দত্ত এবং তাঁর সহযোদ্ধা অনাথবন্ধু অত্যাচারী ম্যাজিস্ট্রেট বার্জকে নিধন করেন। এই অভিযানে অনাথবন্ধু সেদিনই পুলিশের গুলিতে শহীদ হন, আর মৃগেন্দ্রনাথ দত্ত পরদিন হাসপাতালে অনন্তলোকে পাড়ি দেন।
তাঁদের আত্মত্যাগ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায় চির অম্লান, প্রেরণার দীপশিখা হয়ে পথ দেখাবে অনন্তকাল।”