আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: “অগ্নিযুগের বীর বিপ্লবী লোকনাথ বল মহাশয়ের প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য।” বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “১৯৩০ সালের ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। একই বছরে চন্দননগরে ব্রিটিশ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গ্রেপ্তার হয়ে পরবর্তীতে সেলুলার জেলের অন্তরালে দীর্ঘ নির্বাসন ভোগ করেন।
দেশমাতৃকার স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ ও ত্যাগগাথা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে চিরকাল।”