ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের লাল-বাল-পালের অন্যতম নেতা লালা লাজপত রাইকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
সোমবার এক্সবার্তায় তিনি লিখেছেন, “স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের প্রয়াণ দিবসে তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম। দেশমাতৃকার প্রতি তাঁর সমর্পণ, ত্যাগ এবং অদম্য সাহস যুগে যুগে আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।
প্রসঙ্গত, লালা লাজপত রায় (২৮ জানুয়ারি ১৮৬৫- ১৭ নভেম্বর ১৯২৮) পঞ্জাব কেশরি নামেও পরিচিত ছিলেন। তিনি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও লক্ষ্মী বিমা কোম্পানী স্থাপন করেছিলেন। তিনি ১৯২৮ সালে সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশ নেন। সেখানে তিনি পুলিশের লাঠিতে গুরুতর আহত হন। ১৯২৮ সালের ১৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

