Kashiram Shastri, Sukanta, কেশবরাম কাশীরাম শাস্ত্রীকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৮ জুলাই: ভিএইচপি-র অন্যতম প্রাক্তন পুরোধা কেশবরাম কাশীরাম শাস্ত্রীকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

সোমবার এক্সবার্তায় সুকান্তবাবু লিখেছেন, “বিশিষ্ট সাহিত্যিক, ইতিহাসবিদ ও বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, মহামান্য মহর্ষি শ্রদ্ধেয় কেশবরাম কাশীরাম শাস্ত্রীর জন্মজয়ন্তীতে জানাই অন্তরের গভীর শ্রদ্ধা ও প্রণাম।

ভারতীয় চেতনা, সংস্কৃতি ও বৈদিক ঐতিহ্যের ধারক ও বাহক এই মহান ব্যক্তিত্ব যুগের পর যুগ ধরে জাতিকে দিশা দেখিয়েছেন। তাঁর আদর্শ, চিন্তাধারা, কর্মনিষ্ঠা এবং দেশমাতৃকার প্রতি সমর্পণ আজও আমাদের জন্য প্রেরণাস্রোত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *