আমাদের ভারত, ১৩ সেপ্টেম্বর: “অগ্নিযুগের বীর বিপ্লবী শ্রদ্ধেয় যতীন্দ্রনাথ দাস মহাশয়ের প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য এবং কোটি কোটি প্রণাম।” শনিবার এক্সবার্তায় এ কথা লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ
সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন বিপ্লবী ভগৎ সিংয়ের সহকর্মী এবং এক অনন্য সাহসী ও আত্মত্যাগী যোদ্ধা। লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে তিনি গ্রেপ্তার হন। ব্রিটিশ কারাগারে বন্দীদের ন্যায্য অধিকারের দাবিতে সেই বছরই তিনি শুরু করেন অনশন। টানা ৬৩ দিনের অদম্য অনশনের পর মাত্র ২৪ বছর বয়সে ব্রিটিশ কারাগারেই তিনি প্রাণ বিসর্জন দেন।
যতীন্দ্রনাথ দাস এক অমর নাম, যাঁর আত্মবলিদান চিরকাল আমাদের স্বাধীনতার ইতিহাসে অঙ্কিত থাকবে, প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে দেশপ্রেমে।”