Sukanta, Jadugopal, অগ্নিযুগের বীর বিপ্লবী যাদুগোপালকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৩০ আগস্ট:.“অগ্নিযুগের বীর বিপ্লবী, অনুশীলন সমিতির অবিসংবাদীত নেতা ও প্রখ্যাত চিকিৎসক যাদুগোপাল মুখোপাধ্যায় মহাশয়ের প্রয়াণ দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।” শনিবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “তিনি ছিলেন বাঘা যতীন, অরবিন্দ ঘোষ, মানবেন্দ্রনাথ রায়, মতিলাল রায় প্রমুখ মহান বিপ্লবীদের ঘনিষ্ঠ সহযোগী। যুগান্তর- এর অন্যতম কর্ণধার হিসেবে বাংলার বিপ্লবীদের সংগঠিত করে ইশতেহার প্রচারের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে দিশা দেখিয়েছিলেন।

১৯০৫ সালে অনুশীলন সমিতিতে যোগ দিয়ে বিপ্লবী জীবনের সূচনা করেন তিনি। ১৯১৫ সালে জার্মান সহযোগিতায় ভারতে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনায় নেতৃত্ব দেন যুগান্তরের বৈদেশিক দপ্তরের প্রধান হিসেবে। বালেশ্বর যুদ্ধে বাঘা যতীনের বীরোচিত আত্মবলিদানের পর যুগান্তরের দায়িত্ব এসে পড়ে তাঁর উপরই।

ব্রিটিশ সরকার তাঁকে “Brain of the Jugantar” বলে আখ্যা দেয় এবং ধরিয়ে দেওয়ার জন্য ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করে। তবুও অদম্য সাহস নিয়ে তিনি আত্মগোপনে থেকে বাংলা, অসম, চীন সীমান্ত ও বিহারের বিভিন্ন অঞ্চলে বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যান। তাঁর সহযাত্রী ছিলেন সুরেন্দ্রমোহন ঘোষ, কুলেন্দ্র রাহা রায় প্রমুখ। ১৯২৩ থেকে ১৯২৭ পর্যন্ত তিনি কারারুদ্ধ ছিলেন।

তাঁর দেশপ্রেম, আত্মত্যাগ ও সংগ্রামের সেই অগ্নিশিখা প্রজন্মের পর প্রজন্ম আমাদের প্রেরণা যোগাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *