আমাদের ভারত, কলকাতা, ৩ সেপ্টেম্বর: “বাংলা চলচ্চিত্র জগতের চিরঅমর ‘মহানায়ক’ উত্তম কুমার মহাশয়ের জন্ম দিবসে জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।” এক্সবার্তায় লিখলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু বুধবার লিখেছেন, “ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে তিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। বাংলা চলচ্চিত্রে তাঁর সাফল্য, জনপ্রিয়তা এবং কালজয়ী অভিনয়গুণ তাঁকে অনন্য উচ্চতায় আসীন করেছে।
বাঙালি সংস্কৃতির শাশ্বত আইকন, বাংলার চিরকালীন ম্যাটিনি আইডল হিসেবে তিনি আজও কোটি হৃদয়ে সমানভাবে জাগ্রত। তাঁর অভিনয়শৈলী কেবল বিনোদন নয়, ছিল জীবনের রঙ, বেদনা ও আনন্দের অনবদ্য প্রতিফলন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে অসংখ্য সম্মান, সবই তাঁর মহত্ত্বের নিদর্শন, কিন্তু সর্বশ্রেষ্ঠ পুরস্কার তিনি অর্জন করেছেন মানুষের ভালোবাসা আর অটুট শ্রদ্ধারূপে।
মহানায়ক উত্তম কুমার বাঙালির কাছে শুধু একজন অভিনেতা নন, তিনি বাংলা চলচ্চিত্রের এক অমর মহাকাব্য।”