আমাদের ভারত, ২০ আগস্ট: তাঁর “কলম ও সুর বাংলা সঙ্গীতকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে।” বুধবার এভাবে গৌরীপ্রসন্ন মজুমদারকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
তিনি বুধবার এক্সবার্তায় এই সঙ্গে লিখেছেন, “বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার মহাশয়ের প্রয়াণ দিবসে জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
বাংলা গানের জগতে তিনি ছিলেন এক অনন্য স্রষ্টা, যাঁর কলম ও সুর বাংলা সঙ্গীতকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধজুড়ে আধুনিক গান ও ছায়াছবির অঙ্গনকে প্রেম, আবেগ ও মাধুর্যে ভরিয়ে তুলেছিলেন তিনি।”