Sukanta, Amarendranath Chatterjee, স্বাধীনতা সংগ্রামী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: “স্বাধীনতা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য।” বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “যুগান্তর আন্দোলনের তহবিল সংগ্রহের দায়িত্বে থেকে তিনি মূলত বিহার, ওড়িশা এবং অধুনা উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিপ্লবী কেন্দ্রগুলির কার্যক্রম পরিচালনা করতেন।

রাজা পিয়ারিমোহন ও তাঁর পুত্র রাজেন্দ্রনাথ মুখার্জির অর্থায়নে তিনি উত্তরপাড়া শিল্প-সমিতি প্রতিষ্ঠা করেন। সেখানে কাঠের কারখানা স্থাপন, ছয়টি হস্তচালিত তাঁত সংগ্রহ করে স্বদেশী কাপড় উৎপাদন ও বিক্রির মাধ্যমে আত্মনির্ভরতার পথ সুগম করেন। অল্পদিনের মধ্যেই তিনি নদিয়ার পোড়াগাছা ইউনিটের তত্ত্বাবধায়ক হন এবং যতীন্দ্রনাথ মুখার্জি (বাঘা যতীন)-র পাশে থেকে বিপ্লবী কর্মকাণ্ডে সহযোগিতা করেন।

তাঁদের উদ্যোগে গঠিত হয় ছাত্র ভান্ডার (“স্টুডেন্টস এম্পোরিয়াম”), যা পরবর্তীতে শ্রমজীবী সমবায় (“শ্রমিকদের সমবায়”)-এ রূপান্তরিত হয়েছিল।

দেশপ্রেম, আত্মত্যাগ ও স্বদেশী শিল্পের প্রচেষ্টার মাধ্যমে তিনি স্বাধীনতা সংগ্রামে এক অনন্য ভূমিকা পালন করেছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *