আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু বৃহস্পতিবার এক্সবার্তায় লেখেন, “আমাদের পথপ্রদর্শক, ভারতীয় জনসংঘ ও ভারতীয় জনতা পার্টির মহান নেতা পণ্ডিত শ্রী দীনদয়াল উপাধ্যায়জীর জন্মবার্ষিকীতে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও কোটি কোটি প্রণাম।
তিনি ছিলেন এক অনন্য চিন্তাবিদ, দার্শনিক ও সমাজসেবক, যিনি ভারতীয় রাজনীতিতে ‘একাত্ম মানবতাবাদ’-এর মহান দর্শন উপহার দিয়েছিলেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও নিরলস সমাজসেবামূলক জীবন আজও আমাদের জন্য পথপ্রদর্শক।
‘সকলের জন্য শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্য এবং সমাজের সর্বশেষ মানুষটিকেও উন্নয়নের মূলধারায় যুক্ত করা’- এই আদর্শকে সামনে রেখেই তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।
আজকের দিনে তাঁর স্মৃতি আমাদের অনুপ্রেরণা জোগায়, আর তাঁর আদর্শ আত্মনির্ভর ভারত নির্মাণের পথে আমাদের আলোকবর্তিকা হয়ে আছে।”

