আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর: প্রয়াত সাহিত্যিক বিমল করকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “সাহিত্য আকাদেমি, আনন্দ পুরস্কার-সহ বহু সম্মানে ভূষিত বাংলার অন্যতম কালজয়ী সাহিত্যিক বিমল কর মহাশয়ের জন্মদিবসে জানাই আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম।”
প্রসঙ্গত, বিমল কর (১৯ সেপ্টেম্বর ১৯২১ – ২৬ আগস্ট ২০০৩) উত্তর ২৪ পরগণার টাকীতে জন্মগ্রহণ করেন। তাঁর অসময় উপন্যাসের জন্য ১৯৭৫ খ্রিষ্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার পান। তিনি দুবার আনন্দ পুরস্কার লাভ করেছিলেন। তিনি বহু ছোটগল্প এবং কিশোর উপন্যাসও লিখেছিলেন।

