Sukanta, Beni Madhav Das, বেণী মাধব দাসকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: “প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক এবং মহান দেশপ্রেমিক বেণী মাধব দাস মহাশয়ের প্রয়াণ দিবসে জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য ও প্রণাম। মঙ্গলবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

তিনি লিখেছেন, “শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসুসহ বহু খ্যাতনামা ব্যক্তিত্বের শিক্ষাগুরু ছিলেন তিনি। দেশপ্রেমে উদ্বুদ্ধ ও শিক্ষকতায় নিবেদিতপ্রাণ বেণী মাধব দাস ছিলেন এক অনন্য আদর্শ শিক্ষক। দর্শনের পাশাপাশি অর্থনীতি ও ইতিহাসে তাঁর অসামান্য পাণ্ডিত্য ছিল।

১৯২৩ খ্রিষ্টাব্দে তিনি কাকিনাডা (বর্তমান অন্ধ্রপ্রদেশ) অনুষ্ঠিত অল ইন্ডিয়া থেইস্টিক কনফারেন্স-এর সভাপতি নির্বাচিত হন। সভাপতি হিসেবে তাঁর ভাষণ পরবর্তীকালে Modern Theistic Movement in India শীর্ষক পুস্তিকায় প্রকাশিত হয়। তাঁর প্রবন্ধসংকলন Pilgrimage through Prayers সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এমনকি নেতাজি সুভাষচন্দ্রও তাঁর উল্লেখ করেছেন নিজের বিখ্যাত গ্রন্থ ভারত পথিক-এ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *