আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: “অগ্নিযুগের বীর বিপ্লবী অনাথবন্ধু পাঁজা মহাশয়ের আত্মবলিদান দিবসে জানাই আমার অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য ও কোটি কোটি প্রণাম।” মঙ্গলবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “তিনি ছিলেন গোপন বিপ্লবী সংগঠন বেঙ্গল ভলান্টিয়ার্স-এর সদস্য। পেডি ও ডগলাস নিহত হওয়ার পর বার্জ নামে এক ইংরেজ কর্মকর্তা মেদিনীপুরে ম্যাজিস্ট্রেট হয়ে আসেন। ১৯৩৩ সালের ২ সেপ্টেম্বর অনাথবন্ধু পাঁজা ও তাঁর সহযোদ্ধা মৃগেন্দ্রনাথ দত্ত বার্জকে নিধন করেন। পরবর্তী সংঘর্ষে ব্রিটিশ পুলিশ কর্তৃক ঘেরাও হলে অনাথবন্ধু পাঁজা মহাশয় সেদিনই বীরোচিতভাবে শহিদ হন।
দেশের মাটিতে তাঁর রক্তস্নাত আত্মবলিদান আজও আমাদের সংগ্রামী চেতনার চিরন্তন প্রেরণা।”